পাবনার চাটমোহর রেলস্টেশনে মালবাহী ট্রেনে কাটা পড়ে হাত বিচ্ছিন্ন
- প্রকাশিত সময় ০৪:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / 137
চাটমোহর প্রতিনিধিঃ পাবনার চাটমোহর রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার মুহূর্তে কাটা পড়ে হাজেরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
রবিবার ৩০ মে সকাল ৯টার দিকে রেলস্টেশনের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হাজেরা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত হাজেরা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী এবং তিনি রেলস্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে ভিক্ষা করার উদ্দেশ্যে রেলস্টেশনে আসেন বৃদ্ধ খাদিজা খাতুন। রেলস্টেশনের সামনেই দাঁড়ানো ছিল একটি মালবাহী ট্রেন। এই মালবাহী ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার মুহূর্তে ট্রেনটি ছেড়ে দিলে তিনি ধাক্কা খেয়ে নিচে পড়ে যান এবং তার ডান হাতটি কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন চাটমোহর রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার পাভেল হোসেন।