চাটমোহর পার্শ্বডাঙ্গা ইউনিয়নে প্রায় ১৪ কি.মি. সড়ক চলাচলের অযোগ্য
- প্রকাশিত সময় ০২:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / 82
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে প্রায় ১৪ কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
চাটমোহর জার্দ্রিস মোড়ের সাথে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রধান যোগাযোগের সড়ক। বর্তমান সড়কটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহ (৬০) বলেন, আমাদের চাটমোহর উপজেলা শহরের সাথে যোগাযোগের প্রধান সড়ক। আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে।
আরও বলেন, আমাদের এলাকায় কেউ অসুস্থ হলে অতিদ্রুত হাসপাতালে নেওয়ার উপায় নাই। রাস্তাটি খারাপ হওয়ার জন্য নিয়মিত গাড়ি পাওয়া যায় না। আমাদের দাবি রাস্তাটি সংস্কার করে আমাদের উন্নত চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য।
ভ্যান চালক রুবেল হোসেন (৩০) জানান, তাদের এই রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পরেছে। রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে যাত্রীদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া কঠিন হয়ে গেছে।
এবং রাস্তায় বড় বড় গর্ত হওয়ার কারনে আমাদের ভ্যানের চাকা ও স্পোক অতিদ্রুত নস্ট হচ্ছে । যে কয় টাকা দিনে কাজ তার বেশির ভাগ টাকা ভ্যান মেরামত করতে শেষ হয় সংসার চালানো কষ্ট হয়ে গেছে।
মহেলা বাজার’র মুদী ব্যবসায়ী হাসিবুল হাসান হাসু (৩৩) বলেন, রাস্তাটি জরাজীর্ণ চলাচলে অযোগ্য হওয়ার আমাদের ব্যবসায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের চাটমোহর বাজারের সাথে সরাসরি যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ এমন অবস্থায় রয়েছে।
আরও বলেন, আমাদের এখন অনেক রাস্তা ঘুরে চাটমোহর বাজারে যেতে হয়। এত অনেক সময় নস্ট হচ্ছে। আমরা ব্যবসায়ীরা অতি তারাতারি রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুল ইসলাম মুঠো ফোনে বলেন, আমাদের রাস্তাটির অবস্থা খুবই খারাপ, রাস্তার মাঝ খানে অনেক গর্ত হয়ে গেছে, মহেলা বাজার পার হয়ে আরো বেশি বেহাল অবস্থা রাস্তাটির। আমিও চাই রাস্তাটি দ্রুত সংস্কার হক।
যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান আজহার আলী জানান, প্রায় ১৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন অব্যবস্থাপনায় রয়েছে। এর আগে টেন্ডার হয়েছিলো প্রায় ২-৩ বছর আগে। কিন্তু কাজ শেষ না হতেই চলে যায় ঠিকাদার।
তাছড়া আরও বলেন, এইবার আবার টেন্ডার হয়েছে। রাস্তার কাজ শুরু হয়েছে আশা করছি খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে এবং জনসাধারন মানুষের ভোগান্তি হ্রাস পাবে।