ঢাকার রমনা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৪:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / 147
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ ঢাকার রমনা থেকে বিপুল পরিমান অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, রংপুর জেলার মিঠাপুকুর থানার শেরুডাঙ্গা গ্রামের মোঃ ইসহাক আলীর ছেলে মোঃ আবু সাঈদ (৩৫) এবং ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মোঃ আব্দুস সামাদ (৪৩)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সোমবার ৩১ মে বিকাল ৫ ঘটিকার সময় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ডিএমপি ঢাকাস্থ রমনা থানাধীন সরকারি অফিসার্স কোয়াটার্স (সুপিরিয়র) ১৮ বেইলি রোডের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ১৯৭৫(ঊনিশশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে ঢাকা এবং বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ঢাকা রমনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
<>আরও পড়ুনঃ ভিক্ষুকের আস্তানা থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি টাকা>