সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকাসহ ৪ জন গ্রেফতার
- প্রকাশিত সময় ০২:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / 182
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকাসহ ৪ জন জাল টাকা গ্রেফতার করেছে র্যাব-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত লেনদেনকারীরা হলো, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রশিদপুর গ্রামের আছের উদ্দিন শেখ এর ছেলে মোঃ মোহাব্বত হোসেন শামীশ (৩৮), উল্লাপাড়া থানার খাসচর জামালপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৩৮), অলিপুর (দরবেশপাড়া) গ্রামের মৃত বরাত আলী প্রমানিকের ছেলে মোঃ সুলতান প্রমামনিক (৪০) এবং মৃত সুজাত প্রমানিকের ছেলে মোঃ আলী আকবর (৪০)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মঙ্গলবার ১ জুন বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা’র নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার হবনাতী দরবেশপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪ জন জাল টাকা লেনদেনকারীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ১ হাজার টাকার দুটি জাল নোটসহ নগদ ২৭ হাজার টাকা এবং ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ধৃত গ্রেফতারকৃত লেনদেনকারীরা পরস্পর যোগ সাজষে দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বিভিন্ন এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে লেনদেন করে আসছিল।
গ্রেফতারকৃত লেনদেনকারীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক)/২৫(ঘ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।