পাবনার ভাঙ্গুড়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৫:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / 59
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে ” প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১” আয়োজন করা হয়েছে।
শনিবার ৬ জুন সকাল ১০টা ঘটিকা হইতে দিনব্যাপী উপজেলা পরিষদস্থ শিক্ষা অফিস সংলগ্ন মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণীসম্পদ প্রদর্শনী কমিটির সভাপতি সৈয়দ আশরাফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের আলহাজ্ব বাকী বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) কাওছার হাব্বিব।
প্রাণীসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে গরু,ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া, সহবিভিন্ন প্রজাতির কবুতর ফার্মের মালিক গণ স্টলে প্রাণী নিয়ে প্রদর্শনীতে অর্ধশতাধিক স্টল অংশ গ্রহণ করে।
রবিবার ৭ জুন সমাপণী দিনে প্রাণীসম্পদ প্রদর্শনীতে অংশ গ্রহণ কারীদের স্টল মালিকদের মধ্য তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত নয়জনকে সনদ ও চেক বিতরণ বিতরণ করা হয়।
এবং অনুষ্ঠানে প্রাণীসম্পদ প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও প্রাণীসম্পদ প্রদর্শনী কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ জহুরুল ইসলাম (অ.দ.)।