নোয়াখালীর মানবতাবাদী পৌরমেয়র সোহেলের পক্ষে সেচ্ছাসেবীরা পৌঁছে দিবে করোনা রোগীদের খাদ্য
- প্রকাশিত সময় ১০:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / 74
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী পৌরসভাতে করোনা বেড়ে যাওয়ায় পৌরসভার পক্ষ থেকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ব্যক্তিগত উদোগ্যে ১৫০ জনের একটি সেচ্ছাসেবী দল গঠন করেছেন মানবিক পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল।
এদিকে উক্ত সেচ্ছাসেবকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেচ্ছাসেবী দল গঠনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।
মঙ্গলবার (৮ই জুন) বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব শহীদ উল্যাহ খাঁন সোহেল।
আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজু, নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, সাবেক ছাত্র নেতা রহমত উল্যা ভূঁইয়া, কায়সার হামিদ রকিসহ আরো অনেক ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ৷।
এসময় জননন্দিত মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল নোয়াখালী পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান, অক্সিজেন সরবরাহ করা সহ সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক গঠিত স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও করোনায় আক্রান্ত কোনো ব্যক্তি যাতে খাদ্য সংকটে না পড়েন বিত্তবানদেরকেও সে দিকে সু-নজর দেয়ারও আহ্বান জানান।
উল্লেখ্য, গত কয়েকদিনে দ্রুতহারে নোয়াখালী পৌরসভায় করোনা সংক্রমণ ও রোগীর সংখ্যা বেড়েই চলেছে । গত ২৪ ঘণ্টায় জেলাতে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে জেলায় ৫৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ।
যার মধ্যে পৌর এলাকাসহ সদর উপজেলা ৩৫ জন আক্রান্ত রোগী রয়েছে। নোয়াখালী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন অনেকে।