আত্মহত্যা প্রতিরোধে ঈশ্বরদীতে ৩ নং বিট পুলিশিং ইউনিটের প্রচারনা সভা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০২:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / 99
নিজেস্ব প্রতিনিধিঃ আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরদীতে ৩ নং বিট পুলিশিং ইউনিটের সচেতনামূলক প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকার সময় ঈশ্বরদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে এই জনসচেতনামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সূরা নিসার আয়াতাংশ- “তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর করুনাময়” এবং নেপোলিয়ন বেনাপোর্টের উক্তি- “আত্মহত্যা জীবনে সবচেয়ে বড় কাপুরুষের পরিচয়” প্রচার করছে ঈশ্বরদী ৩ নং বিট পুলিশিং ইউনিট।
এই প্রচারণা সভার সভাপতিত্ব করেন ঈশ্বরদী ৩ নং বিট পুলিশিং ইউনিটের প্রধান, ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন। এবং সভাটি সঞ্চালনা করেন সহকারী উপ-পরিদর্শক মামুন খান।
এসময় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলবার হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক মাহবুব মোর্শেদ খান (জেম), ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজিদ মোর্শেদ খান রুশো, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমূখ।
সভায় বক্তারা পুলিশের এধরনের জনসচেতনামূলক প্রচারণা সভার আয়োজন করার প্রশংসা জ্ঞাপন করেন। তারা মাদক, পরকীয়া, ঈভটিজিং, অপরিণত বয়সের প্রেম, যৌতুককে আত্মহত্যার কারন হিসেবে উল্লেখ করেন। এবং এসকল বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি ও পুলিশকে তথ্য প্রদানের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ঈশ্বরদী ৩ নং বিট পুলিশিং ইউনিটের প্রধান, ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ এর দিকনির্দেশনায় বিট পুলিশিং এর কার্যক্রম সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও পরিচালিত হয়ে আসছে। বিট পুলিশিং উদ্দেশ্য হলো, জনসাধারণের নিকট আরও ভালোভাবে পুলিশি সেবা পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা হলো ঈশ্বরদী পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের বাসিন্দাদের যেকোন ধরনের অভিযোগ আমাকে এই ফোন নম্বরে ০১৩২০১২৮৬৩০ জানালে আমি এবং আমার দল দ্রুত আইনগত সহযোগীতা করব।