পাবনার জেলা প্রশাসকের বিদায় উপলক্ষে ঈশ্বরদীতে মতবিনিময় সভা

- প্রকাশিত সময় ০৫:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / 110
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বদলী জনিত বিদায়ের প্রাক্কালে ঈশ্বরদীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (৯ জুন) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচিত জন প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও পি এম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোকলেছুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি।
সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা প্রমুখ।
সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।