সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আওয়ামী লীগের সঙ্গে সলপ ইউনিয়নের আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / 110
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সলপ ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ জুন বিকেলে সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত কমিটির সাথে ইউনিয়ন কমিটির সদস্যদের প্রথমবারের মত পরিচিতি সভার মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল কাদের রুমি।
মতবিনিময় অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ আব্দুল বাতেন হিরু, ইউনিয়ন আওয়ামি লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, সহ-সভাপতি শরিফুল ইসলাম লিটন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি ফয়সাল কাদের রুমি, সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ আব্দুল বাতেন হিরু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে এ সময় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও সদস্যরা।