রাজশাহীর বাঘায় ফেন্সিডিলসহ নারী ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৭
- প্রকাশিত সময় ০৫:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / 90
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায়- ৯১ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গললবার (০৯ জুন ) রাতে অভিযান চালিয়ে রাজশাহী র্যাব-৫ এর ওয়ারেন্টভুক্ত অফিসার ডি,এ,ডি ফরিদ উদ্দীন (সিপিএসপি) এর একটি দল উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদা পাড়া এলাকার মজিবরের বাড়ির পার্শ্বে থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওই নারী আড়ানী পৌর এলাকার পিয়াদা পাড়া গ্রামের মৃত খোদা বরের স্ত্রী মিনা বেগম (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযার চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে বাঘা থনায় একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার-৭ আসামীকে গ্রেফতার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহীর বাঘায় দুই সন্তানের জননীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ