নাটোরের বড়াইগ্রামে হাইওয়ে পুলিশের করোনা প্রতিরোধ ক্যাম্পেইন
- প্রকাশিত সময় ০৯:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / 84
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে করোনা সচেতনতা বাড়াতে বনপাড়া হাইওয়ে পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
“মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ৯ জুন সকালে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া রিজিওয়নের হাইওয়ে পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, বনপাড়া বাস মালিক সমিতির সভাপতি প্রভাষক আব্দুর করিম মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোস্তফা ব্যাপারী, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এবং প্রধান অতিথি সহ অন্যান্য পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করেন।