ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

দক্ষিণ আফ্রিকায় একই সঙ্গে ১০টি শিশুর জন্ম দিয়েছেন এক নারী- হতে পারে বিশ্ব রেকর্ড

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১২:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / 64

আন্তর্জাতিক ডেস্কঃ এক মাস আগেও জানা গিয়েছিল যে গর্ভে ৮টি সন্তান রয়েছে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে জন্ম নেয় এক সঙ্গে ১০টি শিশু। যা একটি নতুন বিশ্ব রেকর্ড হতে পারে।

দক্ষিণ আফ্রিকায় জন্ম গ্রহন করা এই শিশুগুলোর মায়ের নাম গোসিয়াম থমারা সিথোল। শিশুগুলোর বাবা বলেন, গোসিয়াম থমারা সিথোলের পেট স্ক্যান করে তারা জানতে পেরেছিলেন যে তার গর্ভে আটটি সন্তান রয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত পরপর একই সাথে ১০টি শিশু জন্ম নেয়। যা দেখে তারা রীতিমত আশ্চর্য হয়ে যান। তারা কখনো চিন্তাও করতে পারেননি যে তাদের এক সঙ্গে ১০টি বাচ্চাও হতে পারে।

এক সঙ্গে ১০টি বাচ্চা জন্ম দেওয়াকে ডেকুপ্লেটস বলে। ১০টি সন্তানের মধ্যে ৭টি ছেলে এবং তিনটি মেয়ে। সন্তানদের বাবা আরও বলেন,” আমি খুশি। আমার এতো ভালো লাগছে যে সেটা প্রকাশ করতে পারছি না”।

ওই দম্পতির পরিবারের জন সদস্য গোসিয়াম সিথোলের ১০ টি বাচ্চা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সদস্যটি তার প্রকাশ করতে চাননি। তিনি আরও জানানযে, ১০টি বাচ্চার মধ্যে পাঁচটি নরমাল ডেলিভারির মাধ্যমে এবং পাঁচটি সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে জন্ম নিয়েছে। একসাথে এতোগুলো বাচ্চা জন্ম গ্রহনের ক্ষেত্রে বাচ্চার মা কে অনেক জতিলতার সম্মুখীন হতে হয়।

এটি একটি বিশ্ব রেকর্ড কি-না, তা পরিপূর্ণ রূপে জানতে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের টিম উক্ত ঘটনাটি তদন্ত করছেন। পূর্বে ২০০৯ সালে একই সঙ্গে ৮টি শিশুর জন্ম দেওয়ায় যুক্তরাষ্ট্রের এক নারী গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তালিকা ভুক্ত হয়েছিল।

মালির ২৫ বছর বয়েসী হালিমা সিসি গত মাসে ৯টি বাচ্চার জন্ম দিয়েছেন। তিনি ও তার বাচ্চাগুলো মরক্কোর একটি ক্লিনিকে বেশ ভালো অবস্থায় আছেন। আফ্রিকার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক রোডা ওধিয়াম্বো বলেন, “যেসব মায়ের গর্ভে এমন বড় সংখ্যক সন্তানের ভ্রূণ তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেই গর্ভাবস্থা অকালেই শেষ হয়ে যায়”।

একই সঙ্গে তিনটির বেশি শিশু জন্ম দেয়াই একটি বিরল ঘটনা। সাধারনত এমন অধিক সংখ্যক শিশু জন্মে থাকে ফার্টিলিটি চিকিৎসার কারনে। তবে দক্ষিণ আফ্রিকার এই দম্পতি দাবি করছে যে নারীটি প্রাকৃতিকভাবেই গর্ভধারণ করেছিলেন।

সাইত্রিশ বছর বয়সী সিথোল এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, যাদের বয়স এখন ছয় বছর। সোমবার সন্ধ্যায় প্রিটোরিয়া শহরে গর্ভধারণের ২৯ সপ্তাহের মধ্যে তিনি সন্তানদের জন্ম দেন।

সন্তান জন্মদানের পর মা সুস্থ আছেন । এক মাস আগে সিথোল জানিয়েছিলেন, যে তাকে গর্ভাবস্থার শুরুতে বেশ জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সামনে কি দিন আসতে যাচ্ছে, এমন দুশ্চিন্তা নিয়ে একের পর একের নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি। সুস্থ সন্তান জন্মের জন্য রাত জেগে প্রার্থনা করেছেন তিনি।

সুত্রঃ বি.বি.সি

দক্ষিণ আফ্রিকায় একই সঙ্গে ১০টি শিশুর জন্ম দিয়েছেন এক নারী- হতে পারে বিশ্ব রেকর্ড

প্রকাশিত সময় ১২:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ এক মাস আগেও জানা গিয়েছিল যে গর্ভে ৮টি সন্তান রয়েছে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে জন্ম নেয় এক সঙ্গে ১০টি শিশু। যা একটি নতুন বিশ্ব রেকর্ড হতে পারে।

দক্ষিণ আফ্রিকায় জন্ম গ্রহন করা এই শিশুগুলোর মায়ের নাম গোসিয়াম থমারা সিথোল। শিশুগুলোর বাবা বলেন, গোসিয়াম থমারা সিথোলের পেট স্ক্যান করে তারা জানতে পেরেছিলেন যে তার গর্ভে আটটি সন্তান রয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত পরপর একই সাথে ১০টি শিশু জন্ম নেয়। যা দেখে তারা রীতিমত আশ্চর্য হয়ে যান। তারা কখনো চিন্তাও করতে পারেননি যে তাদের এক সঙ্গে ১০টি বাচ্চাও হতে পারে।

এক সঙ্গে ১০টি বাচ্চা জন্ম দেওয়াকে ডেকুপ্লেটস বলে। ১০টি সন্তানের মধ্যে ৭টি ছেলে এবং তিনটি মেয়ে। সন্তানদের বাবা আরও বলেন,” আমি খুশি। আমার এতো ভালো লাগছে যে সেটা প্রকাশ করতে পারছি না”।

ওই দম্পতির পরিবারের জন সদস্য গোসিয়াম সিথোলের ১০ টি বাচ্চা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সদস্যটি তার প্রকাশ করতে চাননি। তিনি আরও জানানযে, ১০টি বাচ্চার মধ্যে পাঁচটি নরমাল ডেলিভারির মাধ্যমে এবং পাঁচটি সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে জন্ম নিয়েছে। একসাথে এতোগুলো বাচ্চা জন্ম গ্রহনের ক্ষেত্রে বাচ্চার মা কে অনেক জতিলতার সম্মুখীন হতে হয়।

এটি একটি বিশ্ব রেকর্ড কি-না, তা পরিপূর্ণ রূপে জানতে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের টিম উক্ত ঘটনাটি তদন্ত করছেন। পূর্বে ২০০৯ সালে একই সঙ্গে ৮টি শিশুর জন্ম দেওয়ায় যুক্তরাষ্ট্রের এক নারী গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তালিকা ভুক্ত হয়েছিল।

মালির ২৫ বছর বয়েসী হালিমা সিসি গত মাসে ৯টি বাচ্চার জন্ম দিয়েছেন। তিনি ও তার বাচ্চাগুলো মরক্কোর একটি ক্লিনিকে বেশ ভালো অবস্থায় আছেন। আফ্রিকার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক রোডা ওধিয়াম্বো বলেন, “যেসব মায়ের গর্ভে এমন বড় সংখ্যক সন্তানের ভ্রূণ তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেই গর্ভাবস্থা অকালেই শেষ হয়ে যায়”।

একই সঙ্গে তিনটির বেশি শিশু জন্ম দেয়াই একটি বিরল ঘটনা। সাধারনত এমন অধিক সংখ্যক শিশু জন্মে থাকে ফার্টিলিটি চিকিৎসার কারনে। তবে দক্ষিণ আফ্রিকার এই দম্পতি দাবি করছে যে নারীটি প্রাকৃতিকভাবেই গর্ভধারণ করেছিলেন।

সাইত্রিশ বছর বয়সী সিথোল এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, যাদের বয়স এখন ছয় বছর। সোমবার সন্ধ্যায় প্রিটোরিয়া শহরে গর্ভধারণের ২৯ সপ্তাহের মধ্যে তিনি সন্তানদের জন্ম দেন।

সন্তান জন্মদানের পর মা সুস্থ আছেন । এক মাস আগে সিথোল জানিয়েছিলেন, যে তাকে গর্ভাবস্থার শুরুতে বেশ জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সামনে কি দিন আসতে যাচ্ছে, এমন দুশ্চিন্তা নিয়ে একের পর একের নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি। সুস্থ সন্তান জন্মের জন্য রাত জেগে প্রার্থনা করেছেন তিনি।

সুত্রঃ বি.বি.সি