ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে থাপ্পর মারায় চার মাসের কারাদণ্ড
- প্রকাশিত সময় ০২:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / 77
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কে জনসম্মুখে থাপ্পর মারার অভিযোগে আটক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিল আদালত।
স্থানীয় সময় বৃহস্পতিবারে অভিযুক্ত ব্যাক্তি তথা দামিয়ান তেরেলের বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করে আদালত।
পরে ১৪ মাসের সাজা মওকুফ করা হয় এবং ৪ মাসের কারাদণ্ড নিশ্চিত করা হয়।
মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চল পরিদর্শনের জন্য সেখানে যান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেই সময় সেইখানে উপস্থিত মানুষের সাথে তিনি কুশল বিনিময় করতে যান।
এইসময় দর্শনার্থীদের সারিতে দাঁড়িয়ে থাকা ২৮ বছর বয়সী দমিয়ান তেরেল নামে এক ব্যাক্তি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে থাপ্পর মারে ।
সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিও টি। হামলাকারীর ওপর সরকারি কর্মকর্তাদের সহিংসতার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত দামিয়ান তেরেল ডানপন্থী রাজনীতির সমর্থক। এবং তিনি ফ্রান্সের ইয়োলো ভেস্ট আন্দোলনে যুক্ত ছিলেন।
তেরেলকে যখন এই থাপ্পড় মারার বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয় তখন সে উত্তর দেয় যে সে যখন তার বন্ধুদের সাথে গাড়িতে অপেক্ষা করছিলেন সে ডিম ছুড়ে মারতে চেয়েছিলেন কিংবা অন্যকিছু দিয়ে তাকে আঘাত করতে চেয়েছিলেন কিন্তু থাপ্পর মারার কথা তার মাথায় এসেছিল না প্রথমে।
সে আরও বলেন আমি যখন প্রেসিডেন্ট ম্যাক্রনের মিথ্যা চেহারা দেখেছি ভোটার হিসেবে তখন আমি অনেক বেশি আঘাত প্রাপ্ত হয়েছি। এবং তিনি প্রেসিডেন্ট মাইক্রোনিয়ার রাজনীতির তীব্র নিন্দা করেন ।
প্রেসিডেন্ট ম্যাক্রন এই বিষয়ে বলেন আমাদের দেশে অত্যন্ত উচ্চ উত্তেজনা ও সহিংসতার মুহূর্ত গুলো আমাকে রাষ্ট্রপতি হিসেবে অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে । তবে সমাজে আজ আলাদা জায়গায় আছে। প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না এবং সবকিছু বিচার বিভাগের ওপর ন্যস্ত করেছেন।
সুত্রঃ বি.বি.সি