পাবনার আটঘরিয়ায় পুলিশের পরিচয় দিয়ে মুরগী ব্যবসায়ীর টাকা ছিনতাই

- প্রকাশিত সময় ০৯:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / 132
আটঘরিয়া প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় পুলিশের পরিচয় দিয়ে একদন্ত বাজারের এক মুরগী ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই করেছে।
শুক্রবার ১১ জুন সন্ধ্যার ঘটনাটি ঘটেছে। আব্দুর রহমান জানান আমি ঐদিন একদন্ত বাজার থেকে মুরগী কেনার জন্য চাটমোহরের উদ্দেশ্যে রওয়ানা হই। আটঘরিয়ার জালালের ঢাল নামক স্থানে পৌঁছিলে ছিনতাইকারী দুই জন হোন্ডা আরোহী করিমনের সামনে এসে দাঁড়ায়।
এবং তারা বলে আমরা পুলিশের লোক। তোদের বিরুদ্ধে তথ্য আছে। চেক আপ করতে হবে। তখন পাশের বাড়ি থেকে লোকজন ঘটনাস্থলে আসলে ছিনতাইকারীরা হ্যালো বলতে বলতে আমাকে ছেড়ে দেয়।
তারপর আমি আটঘরিয়া বাজার ছেড়ে কড়ই তলা পৌঁছালে তারা আমার গাড়ির গতিপথ রোধ করে দাঁড়ায়। আবারও চেক করার কথা বলে ধারালো অস্ত্র বের করে আমার পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমি বিষয়টি আটঘরিয়া থানা পুলিশকে অবহিত করেছি।
এব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান কে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা শুনেছি। সিসিটিভি ক্যামেরা দেখে সনাক্ত করার চেষ্টা করছি। ফুটেজএ পরিষ্কার বুঝা যাচ্ছে না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য ইতিপূর্বে সিংহরিয়া বাজার, সুঁতিয়ার বিল এলাকায় ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।