কুষ্টিয়ার দৌলতপুরে ফেন্সিডিল সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ১১:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / 84
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৩১ বোতল অবৈধ নেশাজাতীয় ফেন্সিডিল সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের মীনারুল এর স্ত্রী সীমা আক্তার (২৭)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মোঃ আমিনুল কবীর তরফদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সোমবার ১৪ জুন দুপুর ০১ টা ৫৫ মিনিটের সময় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কল্যাণপুর সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ৩১ (একত্রিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজের হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা রুজু করা হচ্ছে।