পাবনায় মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / 76
পাবনা সাংবাদদাতাঃ মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণাললয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সারাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা মূলক প্রচার অভিযান ২০২১ কার্যক্রম বাস্তবায়ত করছে।
এরই ধারবাহিকতায় মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক সচেতনামূলক কর্মশালার অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জনাব ডা. এস এম এস এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি বিএম ফজলুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন পায়কট বাংলাদেশ এর মনিটরিং অফিসার শওকত মাহমুদ চন্দন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক সারোয়ার উল্লাস, গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, মালিগাছা ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন, পাবনা পৌরসভার মহিলা কাউন্সিলর ছবি খাতুন, সোনালী সকালের সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ।
কর্মশালায় পাবনার বিভিন্ন পেশার ২০ জন অংশগ্রহণ করেন।