বিজ্ঞপ্তি :
নাটোরে করোনা সংক্রমের উর্ধ্বগতি
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / 71
নাটোর প্রতিনিধিঃ দ্বিতীয় দফা লকডাউনের মেয়াদ বাড়িয়েও নাটোরে রোধ করা যাচ্ছেনা করোনার সংক্রমণের উর্ধ্বগতি।
সর্বশেষ তথ্য মতে, নাটোর জেলায় আক্রান্তের গড় হার ৫১ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
আর সদর উপজেলায় পরীক্ষা বিবেচনায় এই হার আরও উর্ধ্বমুখি। শনাক্তের হার সদরে ৭৬ শতাংশ এবং সিংড়ায় ৫০ শতাংশ।
তবে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে কমেছে রোগী সংখ্যা। চিকিৎসার জন্য অনেকে রাজশাহী, ঢাকা ও বগুড়ায় চলে যাওয়ায় ৫০ শয্যার বিপরীতে বৃহস্পতিবার ১৭ জুন সকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৪৪ জন।
সকাল থেকে শহরের প্রবেশদ্বার সহ বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান নিয়েছে।