পাবনার আটঘরিয়ায় পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / 90
“সোঁনালী আঁশের সোনার দেশ মুজিব বর্ষের বাংলাদেশ”
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার জেলার আটঘরিয়া উপজেলা পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারন র্শীষ প্রকল্পের আওতায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ১৭ জুন উপজেলা অডিটরিয়ামে আয়োজিত পাটচাষী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
এবং- উপজেলা পাটচাষী সমিতির সভাপতি আলহাজ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে পাটচাষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপ-পরিচাল খামারবাড়ী পাবনার আব্দুল কাদের, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনর রশিদ।
আরও বক্তব্য রাখেন- মূখ্য পরিদর্শক পাট অধিদপ্তর পাবনার হাজ্জাজুর রশিদ, আটঘরিয়া উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা, পাটচাষীদের মধ্যে বক্তব্য রাখেন দুলাল মৃধা প্রমূখ।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনর রশিদ জানান, আটঘরিয়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে মোট ১০০জন পাটচাষীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।