সিরাজগঞ্জের শাহজাদপুরে ইমামদের প্রশিক্ষণ ও সন্ত্রাস, জঙ্গীবাদ বিষয়ে আলেম ওলামাদের শীর্ষক আলোচনা সভা
- প্রকাশিত সময় ০৬:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / 165
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে ইমামদের প্রশিক্ষণ সম্মেলন ও সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, সামাজিক সমস্যা নিরসনে আলেম ওলামাদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা ইসলামী ফাউন্ডেশন উদ্যোগে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও শাহ্ধসঢ়; মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, থানার অফিসার ইনর্চাজ শাহিদ মাহমুদ খান, প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার হাসিবুর রহমান, মওলানা মনছুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, ইসলাম পৃথিবীর মধ্যে শান্তির ধর্ম, অশুভ প্রতিযোগিতার কারণে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। পবিত্র কোরআনে কোথায় বিভেদ নাই, কিছু স্বার্থনেষি কিছু হুজুর মওলানার কারণে বিভেদ সৃষ্টি হয়।
তাই ইমাম ও ওলামাদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের চলাফেরা দেখে সাধারণ মানুষভাবে আমরা নিরাপদ স্থানে আছি।
আপনাদের আচরণ যেন ভালো মানুষের মতো হয়। আপনারা সমাজ কে বদলে সঠিক পথ দেখাতে পারেন।
অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো ইসলামের নৈতিকতা তাই কোরআন ও হাদিস দ্বারা সঠিক পথ দেখানোর আহবান জানান।