পাবনার আটঘরিয়ায় আদিবাসী সংখ্যালঘু বিধবা নারীর উপর দূবৃত্তদের হামলা
- প্রকাশিত সময় ১১:৪৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / 85
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ পূর্বশত্রুতার জের ধরে আদিবাসী সংখ্যালঘু বিধবা নারীর উপর দূবৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বিধবা নারী পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের রামনগর গ্রামের সুবল চন্দ্র শিং এর মেয়ে।
জানা যায় ১৭ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ৩/৪ জনের দূবৃত্তদের দল হাতে হাসুয়া, লাঠি-সোঠা নিয়ে বিধবা নারী সোলেকা শিং (২৮) এর বাড়ির সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে সোলেকা দূবৃত্তদের গালিগালাজ করিতে নিষেধ করলে দূবৃত্তদের হাতে থাকা লাঠি দিয়ে সোলেকার উপর এলোপাথারী মারপিট শুরু করে।
এবং তার পরনের কাপড় ধরে টেনে ছিড়ে শ্লীলতাহানী করে এবং তার হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ মারলে সোলেকার মাথায় লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয়।
সোলেকার ডাক চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আগাইয়া আসলে দূবৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে সোলেকাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সোলেকা এখন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, তার শরীরে ছেলা, ফোলা জখম ও হাসুয়ার কোপে মাথা থেকে কপাল পর্যন্ত ১০ টি সেলাই পরেছে।
সোলেকার পিতা জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুবল চন্দ্র শিং বাদী হয়ে শ্রীকান্তপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কামাল (৫০) এবং অজ্ঞাত আরো ২/৩ জন কে আসামী করে আটঘরিয়া থানায় লিখিত এজাহার পেশ করেছেন।
ঘটনাস্থল আটঘরিয়া থানা পুলিশ পরিদর্শন করেন। জানা যায় সোলেকার সিরাজগঞ্জ তারাশ উপজেলায় বিয়ে হয়, ৩ বৎসর আগে স্বামী মারা গেলে ২ মেয়ে ১ ছেলে নিয়ে বাবার বাড়ির পাশেই বসবাস করেন।
জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আশিক চন্দ্র বানিয়াস এ ঘটনার ক্ষোভ প্রকাশ করেন, দোষীদের গ্রফতার করে আইনানুগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।