পাবনার ঈশ্বরদীতে হিরোইন সহ ০২ র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৬:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / 97
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ পাবনার ঈশ্বরদীতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হিরোইন সহ ০২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, পাবনা জেলার ঈশ্বরদী থানার দিয়া মধ্যপাড়া গ্রামের মৃত শুকচান ফকির এর ছেলে মোঃ রাশেদুল ফকির (৩৬), (বর্তমান) পাবনা জেলার ঈশ্বরদী থানার দিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ কানু মন্ডল এর ছেলে মোঃ হাকিম মন্ডল (৩৭) এবং (স্থায়ী সাং-চর ভবানীপুর, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, শুক্রবার ১৮ জুন দুপুর ০২ টা ০০ মিনিটের সময় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউপি এলাকার দিয়া মধ্যপাড়া গ্রামস্থ মোঃ আঃ মান্নান, পিতা-মৃত আবুল কাশেম এর বসতবাড়ীর সামনে লিচু গাছের নিচে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে ৫৩ (তেপান্ন) গ্রাম হিরোইন, মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ৫০৬৯/- (পাঁচ হাজার ঊনসত্তর) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।