নাটোরের বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
- প্রকাশিত সময় ০৬:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / 92
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আবু তালেব (৭২) নামে একজন নিহত হয়েছে।
শনিবার (১৯ জুন) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু তালেব পাবনা জেলার চাটমহর উপজেলার হান্ডিয়াল এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে আবু তালেব নিজের বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল থেকে প্রাইভেটকারযোগে বনপাড়া আসছিলেন।
পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাখুরিয়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।
আরও পড়ুনঃ নাটোরের বড়াইগ্রামে আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার আসামী গ্রেফতার