সিরাজগঞ্জের সদরে গাঁজা ও নারীসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৭:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / 158
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ সিরাজগঞ্জের সদরে র্যাবের অভিযানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ০১ নারীসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, সিরাজগঞ্জ জেলার সদর থানার বনবাড়ীয়া ঠাকুরট্যাক গ্রামের মোঃ খোরশেদ আলম এর ছেলে মোঃ জেলাল শেখ (৩৭) ও সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ী (সেমাই কারখানার পাশে) গ্রামের মোঃ খোকন শেখ এর স্ত্রী মোছাঃ কহিনূর বেগম (৫০)।
র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, শুক্রুবার ১৮ জুন বিকাল ০৩টা ২৫ মিনিটের সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার সদর থানার সয়গোবিন্দ ভাঙ্গাবাড়ী মোছাঃ কহিনূর বেগম, স্বামী-মোঃ খোকন শেখের বসত বাড়ীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিন-পশ্চিম পাশের রুমে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারার উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জ ও বগুড়া থেকে গাঁজা সহ ৩ র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেফতার