পাবনায় ভারী বর্ষণে ব্যাপক জলবদ্ধতা শহরের মহল্লাগুলোতে
- প্রকাশিত সময় ০৭:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / 186
পাবনা সংবাদদাতাঃ পাবনায় ভাড়ি বর্ষণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে শহরের মহল্লাগুলোতে। গতরাত থেকে ভাড়ি বর্ষণে পৌরসভার ১৫ টি ওয়ার্ডের বেশ কয়েকটি মহল্লায় দেখা দিয়েছে ব্যাপক জলবদ্ধতা।
সরজমিনে দেখা যায়, পাবনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাঠপাড়া, মহিষেডিপু, শয়তানপাড়া, বাংলা বিড়ি আলার গলি, বাংলা ক্লিনিকের গলিতে দেখা গিয়েছে ব্যাপক জলবদ্ধতা।
৪ নং ওয়ার্ডের নিকিড়াপাড়া, জোড় বাংলা রোড, মোহনের আটার মিল, মিশন হাউজ গলিতে জলবদ্ধতা দেখতে পাওয়া যায়। ৩ নং ওয়ার্ডের কফিলউদ্দিন পাড়া, চারতলা রোড, দিলালপুর রোড, ১১নং ওয়ার্ডের বাগানপাড়া, লেপু সিপাহী রোড, যুগিপাড়া এলাকায় দেখা গিয়েছে জলবদ্ধতা। ১৩ নং ওয়ার্ডের মাঠপাড়া, ছাতিয়ানী ও চামড়ার গুদাম সহ বেশ কিছু এলাকায় দেখা গিয়েছে ব্যাপক জলবদ্ধতা ফলে বেড়েছে জনদুর্ভোগ।
এ বিষয়ে নিকিড়ি পাড়া মহল্লার একজন বাসিন্দা বলেন “শুধু ভাড়ি বৃষ্টি নয়, হালকা বৃষ্টিতে আমাদের এলাকা সহ আশেপাশের এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক জলবদ্ধতা ফলে আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
এ সম্পর্কে পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন “বেশকিছু এলাকা সরজমিনে পর্যবেক্ষণ করেছি, এই সমস্যা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা বাস্তবায়ন করেছি তার সুফল অচিরেই পৌরবাসী পাবে।
আরও পড়ুনঃ পাবনায় প্রিন্স এমপির সাথে নজরুলের ফুলের শুভেচ্ছা বিনিময়