পাবনার চাটমোহর স্বাস্থ্য বিভাগের ফ্রি কোভিড-১৯ নমুনা পরীক্ষা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / 94
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ফ্রি নমুনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা করা হয়েছে।
২১ জুন সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওমর ফারুক বুলবুল, চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন, মেডিকেল অফিসার ডা. রুহুল কুদ্দুস ডলার, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন।
তাছাড়া চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে.এম. বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুতালিব, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, কোষাধ্যক্ষ মো. ইউনুস আলী উপস্থিত থেকে ফ্রি নমুনা সংগ্রহে স্থাপিত মেডিকেল ক্যাম্প পরিচালনায় সহায়তা প্রদান করেন।
এই মেডিকেল ক্যাম্পে মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর ল্যাবে এন্টিজেন পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে সংগৃহিত ৩৬টি নমুনার প্রতিটি করোনা নেগেটিভ এসেছে।
এবং চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুহুল কুদ্দুস ডলার নমুনা পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্যটি নিশ্চিত করেছেন।