সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো সড়ক ও জনপথ বিভাগ
- প্রকাশিত সময় ০১:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / 87
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌ- বন্দর শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার ২২ জুন সকাল হতে দুপুর পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে হাজারের মত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
শাহজাদপুর উপজেলার পাড়কোলা বাজার, বিসিক বাসস্ট্যান্ড, দিলরুবা বাসস্ট্যান্ড ও বাঘাবাড়ী উত্তর পাড়ের তেল ডিপো সংলগ্ন বাজারের অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ গুহের নেতৃত্বে চলা অভিযানে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দু’পাশের দোকান- পাট ও অন্যান্য ছিল সবই গুড়িঁয়ে দেয়া হয়েছে।
যার মধ্যে ছিল, পাকা, আধাপাকা ও কাচা স্থাপনা। উচ্ছেদ অভিযানে শাহজাদপুর থানা পুলিশ সহায়তা করে।
তাছাড়া দীর্ঘ দিন ধরে এসব এলাকায় এক শ্রেণির প্রভাবশালী মানুষ এসকল স্থাপনা দখল করে বিশাল বিশাল মার্কেট তৈরি করেছিল।
সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ গুহ জানান, দীর্ঘ দিন ধরে মহাসড়কের জায়গা দখল করেছিল এখন দিয়ে মহাসড়ক করা হবে। এজন্য উচ্ছেদ অভিযান চলছে।
সড়ক ও জনপথ বিভাগের সাবডিভিশোনাল ইনঞ্জিয়ার জানান, সরকারি নির্দশনা অনুযায়ী মহাসড়কের প্রসস্থতা বাড়াতেই এ অভিযান চলছে। অন্যান্য স্থানেও একইভাবে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।