বিজ্ঞপ্তি :
পাবনার ঈশ্বরদী পৌরসভায় বাজেট ঘোষণা ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৬:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / 112
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ২০২১-২২ অর্থ বছরে পাবনার ঈশ্বরদী পৌরসভার জন্য ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার ২৬৯’ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) বিকাল সাড়ে ৩টায় সামাজিক দুরত্ব বজায় রেখে ঈশ্বরদি পৌরসভার মিলনায়তনে করোনা পরিস্থিতির কারনে স্বল্প পরিসরে উন্মুক্ত বাজেট পেশ করা হয়।
মেয়র ইছাহক আলী মালিথা উন্মুক্ত বাজেট আলোচনার শুরুতেই পৌরবাসীকে ধন্যবাদ জানান ।
ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামসহ এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধিজন ।
পৌরসভার হিসাব রক তাইবুর রহমান খাত ওয়ারী বিস্তারিত বাজেট উপস্থাপন করেন।
তিনি খসড়া বাজেট ঘোষণা করেন ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার ২৬৯ টাকার ।