পাবনার চাটমোহর করোনা পরীক্ষার দ্বিতীয় দিনে ৬০টি নমুনার মধ্যে মাত্র ১টি পজিটিভ
- প্রকাশিত সময় ০৮:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / 92
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় দ্বিতীয় দিনে ৬০টি নমুনার মধ্যে মাত্র ১টি পজিটিভ।
মঙ্গলবার ২২ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর সদরের জারদিস মোড়ে ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে করোনা পরীক্ষার উদ্দেশ্যে নমুনা সংগ্রহ করা হয়।
জারদিস মোড়ে অবস্থানরত অটো ভ্যান চালক, বোরাক চালক, সিএনজি চালক, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মোট ৬০টি নমুনা সংগ্রহ হয়।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওমর ফারুক বুলবুল সকালে নমুনা সংগ্রহে স্থাপিত ক্যাম্পটি পরিদর্শন করেন এবং মেডিকেল অফিসার ডা.রুহুল কুদ্দুস ডলার সার্বক্ষণিক ক্যাম্পে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ক্যাম্পে সংগৃহিত মোট ৬০টি নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যান্টিজেন পরীক্ষা করা হয়।
পরীক্ষার ফলাফলে সংগৃহিত ৬০টি নমুনার মধ্যে ৫৯টি করোনা নেগেটিভ এবং মাত্র ১টি নমুনা করোনা পজিটিভ এসেছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রুহুল কুদ্দুস ডলার সংগৃহিত নমুনা পরীক্ষায় প্রাপ্ত ফলাফল সংক্রান্ত তথ্যটি নিশ্চিত করেছেন।
এবং করোনা শনাক্ত ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক (৪০) ইতোমধ্যে পরীক্ষায় প্রাপ্ত ফলাফল জানিয়ে সংক্রামণ এড়াতে ‘হোম কোরেন্টাইন’ বিধি মেনে চলার ব্যাপারে তাকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।