পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জাকজমক পূর্ণভাবে বিভিন্ন দিবস উদযাপন করায় প্রথম স্থান অর্জন করেছে
- প্রকাশিত সময় ১০:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / 96
পাবনা প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ,১৭ মার্চ,বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ,২৬ মার্চ মহান জাতীয় ও স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: জমিদার রহমান এর নেতৃত্বে আলোকসজ্জা ও অনুষ্ঠানসমূহ জাকজমক পূর্নভাবে উদযাপনে প্রথম স্থান অর্জন করেছে।
কলেজ সুত্র জানায়, এছাড়াও “বাংলানববর্ষ-১৪২৬” উদ্যাপন উপলক্ষ্যে পাবনা জেলা পর্যায়ে তার ( অধ্যক্ষ) নেতৃত্বে ২০১৯ সনে পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজ এক বিশাল র্যালীসহ বর্ণিল সাজে সজ্জিত হয়।
বাংলা নববর্ষ-১৪২৬ উদ্যাপনে জেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে।
আর এ অনুষ্ঠান দুইটিতেই কৃতিত্বের সাথে আহ্বায়ক এর দ্বায়িত্ব পালন প্রতিষ্ঠানটির ইন্সট্রাক্টর (বাংলা) মোঃ আলী আকবর মিঞা।
সুত্র আরো জানায় “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৫” উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অধ্যক্ষ এঁর নেতৃত্বে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে নির্বাচিত হয় এবং“জাতীয়শিক্ষা সপ্তাহ-২০১৭” উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অধ্যক্ষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে নির্বাচিত হন।
জানা যায়,“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭, ২০১৮ ও ২০১৯”উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় তারই নেতৃত্বে কুড়িগ্রামও পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজ বিভাগীয় পর্যায়ে পর পর ০৩ বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে নির্বাচিত হয় এবং “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ ও ২০১৯” উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে নির্বাচিত হন।