পাবনার চাটমোহরে প্রতারণার অভিযোগে বিকাশ এজেন্ট আটক
- প্রকাশিত সময় ০৫:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / 121
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে অ্যাকাউন্ট খুলে গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে বিকাশ এজেন্ট রানা হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ জুন) রাতে তাকে আটক করা হয়। আটক রানা চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা মহল্লার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
অভিযোগের বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট রানা চাটমোহর পৌর সদরের জারদিস মোড়ে তার দোকানে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়ে গোপনে তার পিন নাম্বার নিজের কাছে রেখে দিতেন। সহজ সরল মানুষদের বিকাশ অ্যাকাউন্টে টাকা আসার পরে সেই গোপন পিন ব্যবহার করে অন্য একটি নাম্বারে সেন্ড মানি করতেন। তারপর সেই সেন্ড মানিকৃত টাকা অন্য নাম্বার থেকে নিজের বিকাশ এজেন্ট নাম্বারে ক্যাশ আউটের মাধ্যমে বের করে করে নিতেন।
সম্প্রতি এমনই একটি অভিযোগ চাটমোহর থানা পুলিশের কাছে আসলে বিষয়টি পর্যবেক্ষণ করছিল। গত ২১ জুন সকাল নয়টার দিকে মধ্যশালিখা মহল্লার জনৈক রেবা খাতুন (৩৭) এর বিকাশ নাম্বারে তার মেয়ে জামাই ৭ হাজার টাকা পাঠান। একই তারিখে বেলা ১১টার দিকে রেবা খাতুনের বিকাশ নাম্বার থেকে ওই ৭ হাজার টাকা ক্যাশআউট হয়ে যায়। তখন রেবা খাতুন বিকাশ এজেন্ড রানার কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি তাকে সাতপাঁচ বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেন।
অভিযোগ পেয়ে চাটমোহর থানা পুলিশ বিকাশ এজেন্ট রানার ব্যবহৃত মোবাইল নাম্বার এর তথ্য সংগ্রহ করে দেখতে পায় রেবা খাতুনের বিকাশ নাম্বারের টাকা রানা তারই অপর আরেকটি নাম্বারে ০১৩১২৫২৬৭৯০ (যা রেজিস্ট্রেশন করা গাইবান্ধা জেলার অপরিচিত একজনের নামে) সেন্ড মানি করে দিয়ে আবার ওই নাম্বার থেকে রানা তার ব্যবহৃত এজেন্ট বিকাশ নাম্বার ০১৭৬৭২৯৬৬৮৮ তে ক্যাশআউট এর মাধ্যমে বের করে নিয়েছে।
ওসি আনোয়ার হোসেন জানান, প্রতারণার বিষয়টি সত্যতা মেলায় ও ভুক্তভোগী রেবা খাতুন থানায় অভিযোগ করলে বিকাশ এজেন্ট রানাকে আটক করা হয়।
এ ঘটনায় তার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ পাবনার চাটমোহর করোনা পরীক্ষার দ্বিতীয় দিনে ৬০টি নমুনার মধ্যে মাত্র ১টি পজিটিভ