ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ফুলবাড়ীতে করোনার জন্য ১০ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / 110

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনাজপুরের ফুলবাড়ীতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) মধ্যরাত থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের জন্য এই বিধিনিষেধ কার্যকর হবে।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভাটি সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলার পর কঠোর বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী নেতা জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান শাহ কামরু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ।

এতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহণ মালিক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) মধ্যরাত থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

এই দশদিন পৌরবাজারসহ ৭টি ইউনিয়নের হাট-বাজারে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খাদ্যসামগ্রীসহ নিত্যাপ্রয়োজনীয় দোকান-পাট খোলা থাকবে। এসময় সাইকেল-মোটরসাইকেল, ভ্যান-রিকশাসহ সকলপ্রকার যাত্রীবহণকারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

জরুরীসেবায় নিয়োজিত ছাড়া কেউ ইউনিয়ন কিংবা অন্য উপজেলা থেকে যাতায়াত করতে পারবে না।তবে ওষুধসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে। পৌর এলাকার লোকজন দুপুর ২টা থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না। এছাড়াও বিজিবি ও পুলিশি টহল অব্যাহত থাকবে। বিধিনিশেষ কার্যকর করতে প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউএনও’র বাসভবনের আনসার সদস্য বরখাস্ত

ফুলবাড়ীতে করোনার জন্য ১০ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ

প্রকাশিত সময় ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনাজপুরের ফুলবাড়ীতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) মধ্যরাত থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের জন্য এই বিধিনিষেধ কার্যকর হবে।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভাটি সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলার পর কঠোর বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী নেতা জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান শাহ কামরু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ।

এতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহণ মালিক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) মধ্যরাত থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

এই দশদিন পৌরবাজারসহ ৭টি ইউনিয়নের হাট-বাজারে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খাদ্যসামগ্রীসহ নিত্যাপ্রয়োজনীয় দোকান-পাট খোলা থাকবে। এসময় সাইকেল-মোটরসাইকেল, ভ্যান-রিকশাসহ সকলপ্রকার যাত্রীবহণকারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

জরুরীসেবায় নিয়োজিত ছাড়া কেউ ইউনিয়ন কিংবা অন্য উপজেলা থেকে যাতায়াত করতে পারবে না।তবে ওষুধসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে। পৌর এলাকার লোকজন দুপুর ২টা থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না। এছাড়াও বিজিবি ও পুলিশি টহল অব্যাহত থাকবে। বিধিনিশেষ কার্যকর করতে প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউএনও’র বাসভবনের আনসার সদস্য বরখাস্ত