কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলল আড়াই কোটি টাকা
- প্রকাশিত সময় ০৯:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / 137
মাত্র সাড়ে চার মাস আগেই যখন মসজিদটির দান বাক্স খোলা হয় তখন পাওয়া গিয়েছিল ২ কোটি ৩৮ লাশ টাকা । এই সীমিত সময়ের মধ্যেই আগের সংখ্যাকেও হার মানিয়ে এইবার পরিমান গিয়ে দাঁড়িয়েছে আড়াই কোটি টাকায় ।
তবে শুধু টাকাই নয় পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং আরও ছিল বিভিন্ন বিদেশী মুদ্রা । পাগলা মসজিদের এত জনপ্রিয়তার কারন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বিশ্বাস এই মসজিদে দান করলে তাদের মনকামনা পূর্ণ হবে । তাদের বিশ্বাস অলৌকিক কোন শক্তি তাদের সকল সমস্যা দূর করে দেয় ।
জেলা প্রশাসন বলে দান বাক্স থেকে পাওয়া এই টাকা ব্যাবহার করা হয় মসজিদ ,মাদ্রাসা,এতিমখানা সহ বিভিন্ন কল্যাণমূলক কাজে ।
শোনা যায় ,প্রায় আড়াই শত বছর আগে এক আধাতিক সাধকের বাস ছিল নরশুন্দা নদীর মধ্যবর্তী স্থানে উঁচু তিলা আকৃতির স্থানটিতে । তার মৃত্যুর পর সেখানে গড়ে ওঠে এই মসজিদটি যা ধিরে ধিরে পাগল পীরের মসজিদ হিসাবে পরিচিতি পেতে শুরু করে । এখন সেই পরিচিতি শুধু কিশোরগঞ্জের মধ্যেই সীমিত নয় দূর দূরান্ত থেকে সকল ধর্মের মানুষ এই মসজিদে গিয়ে থাকে ।