নড়াইল কারাগারে বন্দিদের সন্তানদের পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ নগদ টাকা প্রদান
- প্রকাশিত সময় ০১:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / 113
উজ্জ্বল রায়, (নড়াইল জেলা) প্রতিনিধিঃ
নড়াইল জেলা কারাগারে এই প্রথম বন্দিদের সন্তানদের পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ নগদ টাকা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় বুধবার (২৩জুন) বিকাল সাড়ে ৫টায় নড়াইল কারাগারের বন্দিদের সন্তানদের মধ্যে ‘বঙ্গবন্ধু বৃত্তি’ প্রদান করা হয়েছে।
বন্দি কাজল মোল্যা, খায়ের শেখ এবং ইতিমধ্যে কারামুক্ত টনি মোল্যা, শাহিনুর শেখ ও দৈনিক গ্রামের কাগজের লোহাগড়া প্রতিনিধি সাংবাদিক শাহজাহান সাজু’র হাতে এ টাকা তুলে দেন ডেপুটি জেলার মঈনুল হক আল মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান কারারক্ষী জাহিদুল ইসলাম, শাহীন গাজী (কারা সিআইডি) কারারক্ষী ফারুক হোসেন, আল আমীন, সোহান মোল্যা, আমিনুর রহমান ও শাহনেওয়াজ প্রমুখ।
এ বিষয়ে ডেপুটি জেলার মঈনুল হক আল মামুন বলেন, কোনো পরিবারের অভিভাবক যখন কারাগারে বন্দি থাকে, তখন পরিবারের মাঝে অন্ধকার নেমে আসে। এর বাইরেও পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরনের প্রতিকূলতা থেকে যায়। এসব প্রতিকূলতাকে উপেক্ষা করে যারা জেএসসি কিংবা এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে, মূলত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদেরকে এক হাজার টাকা করে দেয়া হয়েছে।
আরও পরুনঃজনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের উপর এফ-আই-আর ফাইল করেছেন তার স্ত্রী