করোনা উপেক্ষা করে গাইবান্ধার বালাসিঘাটে দর্শনাথীদের ভীর নেই স্বাস্থ্যবিধি মানার প্রবনতা!
- প্রকাশিত সময় ০৪:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / 141
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার একমাত্র নৌ-বন্দর বালাসীঘাট। করোনায় যখন উত্তরের জনপদ গাইবান্ধায় প্রতিদিনেই শনাক্ত হচ্ছে করোনা রোগী, তখনই ছুটির দিন সহ অন্যান্য দিন গুলোতে দর্শনাথীদের আনাগোনায় যেন মুখর হয়ে উঠেছে জেলা শহরের এই বিনোদন কেন্দ্রটি।
করোনার প্রভাব বেশি হলেও জন সমাগমপূর্ন এই স্থানটিতে প্রশাসনের দেখা যায়নি কোনো তৎপরতা। তবুও প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য একটু হলেও প্রশান্তি দেয়- দূরান্ত থেকে আগত দর্শনার্থীর। সারা বছর বিভিন্ন রুপে সজ্জিত হয় এখানকার প্রকৃতি।
এখানে গেলেই মনে পরে সেই হারানো দিনের পুরান স্মৃতির কথা। ক্ষণিকের ভালো লাগা প্রশান্তি এনে দেয় ভ্রমণ প্রিয়াসী মনে। হারিয়ে যেতে ইচ্ছে করে চরের গ্রামীণ আকা বাঁকা মেটো পথে। শিহরণ জাগায় অচেতন মনে ভালো লাগার অনুভুতি।
নৌ ভ্রমন, বালিচরে ঘোরাঘুরি, নদীর পানিতে বালি হাঁসের বিচরণ, সহ পুরো নদীর নৈসর্গিক সৌন্দর্য যেন আর্কষন করে এখানে ঘুরতে আশা দর্শনাথীদের। সব মিলেই যেন চোখজুড়ানো পরিবেশ।
তবে এজেলায় এমন হুহু করে করোনা রোগী বাড়ায় ও জনগণের মাঝে কোনো স্বাস্থ্যবিধি না থাকায় অনেকটা সঙ্কা প্রকাশ করেন সচেতন মহলেরা।
বিশেষজ্ঞদের মতে, এখনই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না নেওয়া যায় পর্বতীতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।