ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

‘আশরাফ উদাস গান আবার ও বিথী কণ্ঠে ভাইরাল ‘বন্ধু তুমি আইবায়’রে বলে’!

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৯:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • / 158

বিনোদন ডেস্কঃ বেশ কিছুদিন সোশ্যা মিডিয়ায় ট্রেন্ড ছিল সিলেটের গায়িকা বিথী চৌধুরী ‘জীবন খাতায় প্রেম’। গানটির সঙ্গে নেচে তৈরি করা ভিডিওগুলো টিকটক, লাইকিতে সয়লাব। হঠাৎ করে যেন ‘জীবন খাতায় প্রেম’-এর সেই ট্রেন্ড কেড়ে নিতে চাচ্ছে ‘‘বন্ধু তুমি আইবায়’রে বলে’ গানটি।

গানটির ইতোমধ্যে সবার মন কেড়ে নিয়েছে। মূলত বিথী চৌধুরী গানটি গেয়ে তার ইউটিউব এবং ফেসবুকে অ্যাকাউন্টে আপলোড করেন। এরপর তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিথীর প্রশংসার পোস্ট ও কমেন্টে ভাসিয়ে দেন নেটিজেনরা। যা এখনও চলছে। যা এখন ফেসবুক, টিকটক, ইউটিউবসহ সামাজিক মাধ্যম দখল করে নিয়েছে।

গীতিকার হাসান মতিউর রহমানরে লেখা ও সুর করা ‘বন্ধু তুমি আইবায়’রে বলে’ গানটি। কণ্ঠশিল্পী আশরাফ উদাস গানটি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই গানটি ‘বন্ধু তুমি আইবায়’রে বলে’ সবার পছন্দের তালিকায় রয়েছে।

গায়িকা বিথী চৌধুরীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নদী বা হাওরে পাশে বসে গায়িকা বিথী গানটি গাইছেন। পেছনে তার সঙ্গী ইউকেলেলেতে সুর তুলছেন। সে এক অনন্য সুন্দর আবহের অবতারণা।

সেই গানের ভিডিও ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। ভিডিও আর বিথীর গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে গেছে নিশ্চিতভাবেই বলা চলে।

গান ও ভিডিওটি প্রসঙ্গে বিথী বলেন, ‘ নিজের সেলফি ক্যামেরা দিয়েই ভিডিও ধারণ করি। শনিবার ২৬ জুন ফেসবুকে ভিডিওটি আপলোড করি। আপলোডের পর পর রাতারাতি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে আমার সঙ্গে ইউকেলেলে বাজিয়েছেন এস এ মোহন।’ এর আগে সিলেটের ছেলে পাগল হাসানের লেখা ও সুর করা লোকগীতি গেয়ে সারাদেশে ভাইরাল হয়েছেন সিলেটের মেয়ে বিথী চৌধুরী। আলোচনায় চলে এসেছে ‘জীবন খাতায় প্রেম’ নামের গানটি।

সম্প্রতি ভাইরাল হওয়া ‘জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া’ গানের সব মিলিয়ে কোটির ওপরে ভিউ হয়েছে। হাজার হাজার প্রশংসার কমেন্টে ভাসিয়ে দিচ্ছে এই তরুণ শিল্পীকে। সিলেটের মেয়ে বিথী চৌধুরীর কণ্ঠে গাওয়া ‘জীবন খাতায় প্রেম’ গান ফেসবুক, টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ট্রেন্ড এখন এই গান।

জানা গেছে, সিলেট জেলার টুকুর বাজারের কুরুমখোলা গ্রামের মেয়ে বিথী চৌধুরী। পঞ্চম শ্রেণি থেকেই গান শেখা শুরু বিথীর। গানের বিষয়ে পরিবারকে পাশে পেয়েছেন সবসময়। ২০১২ সালে মাছরাঙা টেলিভিশনের ‘রবি সেরা প্রতিভা’ রিয়েলিটি শোর সেরা আটে ছিলেন তিনি।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স শেষ বর্ষের ছাত্রী বিথীর স্বপ্ন সিলেটের লোকগীতিকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার।

‘আশরাফ উদাস গান আবার ও বিথী কণ্ঠে ভাইরাল ‘বন্ধু তুমি আইবায়’রে বলে’!

প্রকাশিত সময় ০৯:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

বিনোদন ডেস্কঃ বেশ কিছুদিন সোশ্যা মিডিয়ায় ট্রেন্ড ছিল সিলেটের গায়িকা বিথী চৌধুরী ‘জীবন খাতায় প্রেম’। গানটির সঙ্গে নেচে তৈরি করা ভিডিওগুলো টিকটক, লাইকিতে সয়লাব। হঠাৎ করে যেন ‘জীবন খাতায় প্রেম’-এর সেই ট্রেন্ড কেড়ে নিতে চাচ্ছে ‘‘বন্ধু তুমি আইবায়’রে বলে’ গানটি।

গানটির ইতোমধ্যে সবার মন কেড়ে নিয়েছে। মূলত বিথী চৌধুরী গানটি গেয়ে তার ইউটিউব এবং ফেসবুকে অ্যাকাউন্টে আপলোড করেন। এরপর তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিথীর প্রশংসার পোস্ট ও কমেন্টে ভাসিয়ে দেন নেটিজেনরা। যা এখনও চলছে। যা এখন ফেসবুক, টিকটক, ইউটিউবসহ সামাজিক মাধ্যম দখল করে নিয়েছে।

গীতিকার হাসান মতিউর রহমানরে লেখা ও সুর করা ‘বন্ধু তুমি আইবায়’রে বলে’ গানটি। কণ্ঠশিল্পী আশরাফ উদাস গানটি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই গানটি ‘বন্ধু তুমি আইবায়’রে বলে’ সবার পছন্দের তালিকায় রয়েছে।

গায়িকা বিথী চৌধুরীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নদী বা হাওরে পাশে বসে গায়িকা বিথী গানটি গাইছেন। পেছনে তার সঙ্গী ইউকেলেলেতে সুর তুলছেন। সে এক অনন্য সুন্দর আবহের অবতারণা।

সেই গানের ভিডিও ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। ভিডিও আর বিথীর গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে গেছে নিশ্চিতভাবেই বলা চলে।

গান ও ভিডিওটি প্রসঙ্গে বিথী বলেন, ‘ নিজের সেলফি ক্যামেরা দিয়েই ভিডিও ধারণ করি। শনিবার ২৬ জুন ফেসবুকে ভিডিওটি আপলোড করি। আপলোডের পর পর রাতারাতি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে আমার সঙ্গে ইউকেলেলে বাজিয়েছেন এস এ মোহন।’ এর আগে সিলেটের ছেলে পাগল হাসানের লেখা ও সুর করা লোকগীতি গেয়ে সারাদেশে ভাইরাল হয়েছেন সিলেটের মেয়ে বিথী চৌধুরী। আলোচনায় চলে এসেছে ‘জীবন খাতায় প্রেম’ নামের গানটি।

সম্প্রতি ভাইরাল হওয়া ‘জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া’ গানের সব মিলিয়ে কোটির ওপরে ভিউ হয়েছে। হাজার হাজার প্রশংসার কমেন্টে ভাসিয়ে দিচ্ছে এই তরুণ শিল্পীকে। সিলেটের মেয়ে বিথী চৌধুরীর কণ্ঠে গাওয়া ‘জীবন খাতায় প্রেম’ গান ফেসবুক, টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ট্রেন্ড এখন এই গান।

জানা গেছে, সিলেট জেলার টুকুর বাজারের কুরুমখোলা গ্রামের মেয়ে বিথী চৌধুরী। পঞ্চম শ্রেণি থেকেই গান শেখা শুরু বিথীর। গানের বিষয়ে পরিবারকে পাশে পেয়েছেন সবসময়। ২০১২ সালে মাছরাঙা টেলিভিশনের ‘রবি সেরা প্রতিভা’ রিয়েলিটি শোর সেরা আটে ছিলেন তিনি।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স শেষ বর্ষের ছাত্রী বিথীর স্বপ্ন সিলেটের লোকগীতিকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার।