পাবনায় করোনা প্রতিরোধে পুলিশের ‘মাস্কআপ চাটমোহর’ সচেতনতা কর্মসূচি শুরু
- প্রকাশিত সময় ০১:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / 99
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহর থানা পুলিশের ‘মাস্কআপ চাটমোহর’ নামে প্রচার অভিযান শুরু হয়েছে।
রবিবার ২৭ জুন বেলা সাড়ে ১১টায় পাবনার চাটমোহর স্টার মোড় ও থানার আমতলার সামনে জেলা পুলিশের উদ্যোগে ‘মাস্কআপ চাটমোহর’ অভিযানে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ( চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।
আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও দৈনিক সমাচার দর্পনের চাটমোহর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংসুক, দৈনিক যুগান্তরের চাটমোহর প্রতিনিধি পবিত্র তালুকদার,দৈনিক ভোরের দর্পনের এম এ জিন্নাহ, দৈনিক তৃৃতীয় মাত্রার তোফাজ্জল হোসেন বাবু ও থানা পুলিশের এসআই, এ এসআই সহ প্রমুখ।