পাবনার চাটমোহরে লকডাউনের প্রথম দিনে রাস্তায়-রাস্তায় থানা পুলিশের চেকপোস্ট
- প্রকাশিত সময় ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / 92
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সোমবার ভোর থেকে সারা দেশে সীমিত পরিসরে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়েছে।
সীমিত পরিসরে লকডাউন কার্যকর করার লক্ষে চাটমোহর থানা পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।
সরকারের বেধে দেওয়া নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নের মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার ২৮ জুন থেকেই থানা পুলিশের সদস্যরা চাটমোহর পৌরসদরের বিভিন্ন এলাকার প্রবেশ মুখ চাটমোহর বাসস্ট্যান্ড গোল চত্তর, বাইপাস মোড়, হারান মোড় সহ পৌরসদরের বিভিন্ন অলিগলিতে অবস্থানে রয়েছে প্রশাসন।
জরুরি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা নিতে যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন।
এসব চেকপোস্টে মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেটকার, অটোবোরাক, ভাড়ায় চালিত মাইক্রোবাস সহ সকল গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে।
যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এসময় থানা পুলিশের মধ্যে উপস্হিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর তদন্ত হাসান বাসির সহ পুলিশের এসআই, এ এসআই প্রমুখ উপস্হিত ছিলেন।