পাবনার ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৩:০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / 47
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ পাবনার ঈশ্বরদীতে ৭৮৪ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, নাটোর জেলার লালপুর থানার পাইক পাড়া গ্রামের মৃত দেছের প্রামানিক এর ছেলে মোঃ চান্দের আলী (২৪)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সোমবার ২৮ জুন বিকাল ০৫ টা ৫৫ মিনিটের সময় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঘটনাস্থলে একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন গোপালপুর সাকিনস্থ মুনছুর ফিলিং স্টেশনের সামনে হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে ৭৮৪ (সাতশত চুরাশি) পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন জেলায় ক্রয়- বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হচ্ছে।
আরও পড়ুনঃ ঈশ্বরদীতে প্রতিবন্ধী ভিক্ষুক মিলন হত্যার ৪ আসামী গ্রেফতার