সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিকল্পিত নানামুখি উন্নয়নে এগিয়ে
- প্রকাশিত সময় ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / 127
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এর দিকনিদের্শনা ও সার্বিক সহযোগিতায় সলপ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন করা হয়েছে।
সলপ ইউনিয়ন পরিকল্পিত নানামুখি উন্নয়নে এগিয়ে। গোটা ইউনিয়নকে শহরের আদলে গড়ে তোলা হচ্ছে। ইউনিয়নে নানা অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান গ্রাম হবে শহর শ্লোগানকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ইউনিয়ন গড়তে আরো বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করেছেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এর দিক-নিদের্শনায় গত প্রায় পাঁচ বছরে সলপ ইউনিয়নে নানা উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে।
সলপ ইউপি চেয়ারম্যান ও সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান ইউনিয়ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব দিয়ে বেশির ভাগ সড়ক পথের উন্নয়ন করেছেন।
বিভিন্ন প্রকল্পে বড় ছোঠ বহু সংখ্যক ব্রীজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সড়কের ধারে, বহু প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে।
গোটা ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বলে জানান। সোনতলা সেতু এলাকায় পর্যটন মন্ত্রণালয়ের থেকে পর্যটন ষ্পট গড়ার পরিকল্পনা করা হয়েছে।
এলজিইডি থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক পাকাকরণসহ বড় ছোট বেশ কটি বীজ নির্মাণ করা হচ্ছে। সলপ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ এবং তানভীর ইমাম বীর মুক্তিযোদ্ধা পাঠাগার স্থাপন করা হয়েছে।
সোনতলা মোড়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এইচটি ইমাম স্মরণে একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের অর্থে চলতি বছরের ক’মাসে ইউনিয়নের ১৯টি গ্রামীণ কাঁচা সড়ক নির্মাণ করা হয়েছে।
সরকারের বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্যদের চিহ্নিত করে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
ইঞ্জিনিয়ার শওকাত ওসমান বলেন, উল্লাপাড়া জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এর দিকনিদের্শনা ও সার্বিক সহযোগিতায় সলপ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজ চলমান আছে।
আরও বলেন, প্রধানমন্ত্রীর শ্লোগান “প্রতিটি গ্রাম হবে শহর” তা বাস্তবায়নে আরো নানা উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পিত উন্নয়নে গোটা ইউনিয়নকে শহরের আদলে সাজিয়ে তোলার বিষয়ে তিনি আশাবাদী।
তিনি আগামী ইউপি নির্বাচনে সলপ ইউনিয়নে চেয়ারম্যান পদে পুনরায় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানান।