ইন্দিরা গান্ধীর বায়োপিক নিয়ে আসছেন কঙ্গনা রানাওয়াত
- প্রকাশিত সময় ০৫:৪২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / 134
স্বতঃকণ্ঠ বিনোদন ডেস্কঃ কঙ্গনা রানাওয়াত এই নামটি প্রায় সকলেরই জানা। এই অভিনেত্রী তার সিনেমার থেকে কন্ট্রভারসির জন্য বেশি পরিচিত। নানা সময়ে বিভিন্ন বিষয়ে কোন না কোন মন্তব্য করে বিতর্কে জড়িয়ে থাকেন তিনি।
তবে ব্যাক্তিগত জীবনে তিনি যাই করে থাকুক না কেন তার অভিনয়ের উপর কেউই আঙ্গুল তুলতে পারে না। তার পরিচালনা ও অভিনীত বিগ বাজেট সিনেমা, মণিকর্ণিকা দিয়ে বক্স অফিস কাপান তিনি। তারপর তার বেশ কিছু মুভি মুক্তি পেলেও সেগুলো দর্শকদের মন কাড়তে পারেনি। তিনি তামিলনারুর প্রাক্তন মুখ্য মন্ত্রীর জীবনী অর্থাৎ বায়োপিকে অভিনয় করেছেন। সিনেমার নাম ছিল থালাইভি। সিনেমার শুটিং অনেক আগে শেষ হলেও করোনার জন্য সিনেমা হলে মুক্তি দিতে পারছেন না এখনো।
এইবার তিনি আসতে চলেছেন তার নতুন নির্মাণ নিয়ে যেটি হবে ইন্দিরা গান্ধীর বায়োপিক। এই চলচিত্রের নাম হবে ‘এমারজেনসি’। এই বছরের শুরুতে কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়াতে বলেন, পরিচালক সাঁই কবিরের সাথে তিনি ইন্দিরা গান্ধীর বায়োপিক করবেন। তবে নতুন খবর অনুযায়ী সাঁই কবির নয় কঙ্গনা নিজেই পরিচালনা করবেন।
এই ঘটনা প্রথম নয় মণিকর্ণিকা মুভির শুটিং কিছু দূর না আগতেই পরিচালক ক্রিশকে সরিয়ে তিনি নিজেই মুভির পরিচালনা করেছিলেন।
এবার তিনি বলেন, পরিচালক হিসেবে এটি আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মত ব্যাক্তিত্বকে পর্দায় আনার জন্য আমি সব দিক থেকে প্রস্তুত তবে এই ছবিকে আমি ইন্দিরা গান্ধীর বায়োপিক বলবনা বরং এই ছবি বিরাট মাপের এক পিরিয়ড ছবি ।
তিনি আরও জানান, দেশের প্রাক্তন প্রধান মন্ত্রী ও ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সকলের কাছে অজানা ‘এমারজেনসি’ সিনেমায় সেগুলোকেই তুলে ধরা হবে ।