নওগাঁর সাপাহারে যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০৯:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / 125
নওগাঁ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিন এর ১৬তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কর্তন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ জুন বেলা ১১ টার দিকে সাপাহার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কর্তনের মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এসময় পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবুল আকতারের সভপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ, কালের কণ্ঠ ও করতোয়া প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাব আহবায়ক তসলিম উদ্দীন, দৈনিক স্বতঃকন্ঠ নওগাঁ প্রতিনিধি ও পোরশা সরকারী কলেজের প্রভাষক এবং সাপাহার প্রেসক্লাব যুগ্ন আহবায়ক জুলফিকার আলী সম্রাট।
তাছারা উপস্থিত ছিলেন, সাপাহার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাপ খন্দকার, যুগ্ন আহবায়ক প্রদীপ সাহা ,সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু বক্কার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী।
এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম রেজা, প্রবীন সাংবাদিক ইব্রাহিম খলিল, সাপ্তাহিক সাপাহার বার্তার সম্পাদক শরীফ তালুকদার প্রমূখ।