চট্টগ্রামের লোহাগাড়ায় বাইরে ঘুরাফেরা করলেই আটক করা হবে
- প্রকাশিত সময় ০১:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / 133
লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়ায় লকডাউনে বাইরে ঘুরাফেরা করলে আটক করা হবে–ওসি জাকির হোসাইন মাহমুদ। কভিড-১৯ সংক্রমণ ঠেকাতে আগামীকাল থেকে পুরো দেশে এক সপ্তাহের জন্যে লকডাউন ঘোষণা করেছে সরকার।
যথাযথ লকডাউন পালনে দেওয়া হয়েছে নির্দেশিকা। এবারের লকডাউনে জরুরী প্রয়ােজনে ঘর থেকে বাইরে বের হতে গেলে মুভমেন্ট পাশ কোন কাজ দিবে না। লকডাউন ব্যবস্থা কার্যকর করতে ইতিমধ্যে দেশের গুরুত্বপুর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনী,বিজিবি,পুলিশবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে কঠাের ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
তাহলে বুঝা যাচ্ছে, অন্যান্যবারের চেয়ে এবারের লকডাউন খুব কড়াকড়ি হতে যাচ্ছে। ঘোষিত নির্দেশিকার আওতার বাইরে গেলে পেতে হবে শাস্তি আর গুনতে হবে জরিমানা। জেলা প্রশাসকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেটগণ থাকবেন এলাকা মনিটরিং করার কাজে।
নিয়ম ভঙ্গ করলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানাও করা হতে পারে। দেশের বিভিন্ন এলাকার ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসাইন মাহমুদ করোনা প্রতিরোধে বরাবরের মতোই হার্ডলাইনে অবস্থান করছেন।
যেহেতু দেশে সম্প্রতি করোনা শনাক্ত আর মৃত্যুর হার বেড়েই যাচ্ছে,সেহেতু যেকোন উপায়েই করোনা প্রতিরোধে সবাইকে সচেষ্ট থাকতে হবে। সরকারী নির্দেশনা পালন করতে হবে। তিনি জানান, গতবারের লকডাউন সমূহে লোহাগাড়া থানা প্রশাসন কিছুটা ছাঁড় দিলেও এবারে কিন্তু তা আর দেয়া হবেনা।
বরং নেওয়া হবে এ্যাকশন। এমনকি নির্দেশনা অমান্যকারীদের আটকও করা হতে পারে। তাই আপনারা সরকারী নির্দেশনা মেনে চলুন। লকডাউন চলাকালীন যথাসম্ভব বাসায় অবস্থান করুন। অন্যথায় লোহাগাড়া থানা প্রশাসন যেকোনাে কঠিন সিদ্ধান্ত নিতে ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে কড়া লকডাউন ঘােষণা করায় হতাশার চাপ দেখা গেছে দিনমজুর আর খেঁটে খাওয়া মানুষদের। অনেক নিম্নবিক্ত পরিবারের লোকেরা এই একসপ্তাহ কিভাবে জীবিকা নির্বাহ করবে এটা নিয়েও চরম উদিগ্ন আর চিন্তিন। তারা সরকার, জনপ্রতিনিধি আর বিত্তশালীদের কাছে খাদ্য সহায়তা কামনা করেছেন।