গাইবান্ধায় কঠোর লক ডাউনে তৎপর প্রশাসন, অসচেতনতায় জনগণ
- প্রকাশিত সময় ০৬:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / 175
গাইবান্ধা প্রতিনিধি: কঠোর লক ডাউনের প্রথম দিনে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও চলছে লক ডাউন। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও এখানকার সাধারণ মানুষের মাঝে নেই কোনো সচেতনতা, নেই মাস্ক পরার প্রবনতাও।
জেলা শহরের বিভিন্ন গন পরিবহন প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এসময় বিনা কারনে বের হওয়া সহ গাড়ি কাগজ পত্র না থাকায় সে সব চালকদের জরিমানা করেন RAB- ১৩ এর কর্মকতারা।
সাধারন দিন গুলোর মতোই শহরের রাস্তায় ছিল যানবাহনের চাপ। প্রজ্ঞাপনে সকল ধরনের গন পরিবহন চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করলেও সড়কে দেখা যায় উল্টো চিত্র! কঠোর লক ডাউনকে যেন বুড়ো আঙুল দেখিয়ে মটর সাইকেল, রিক্সাসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।
চলতে দেখা গেছে ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিক্সাও।
কাচাবাজার গুলো উম্মোক্ত স্থানে বসানোর কথা থাকলেও তা পালন করা হয়। অন্যান্য দিন গুলোর মতোই ছিল গাইবান্ধার পুরাতন সহ বিভিন্ন কাঁচাবাজারের চিত্র। এসময় কারণে অকারণে সহ নানা অজুহাতে মানুষকে বের হতে দেখা যায়।
তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে সদস্যদের সীমিত টহল দিতে দেখা গেছে। এছাড়া গাইবান্ধার অন্যানয় উপজেলা গুলোতে যথারীতি লকডাউন পালিত হয়েছে। লক ডাউন বিনা কারনে জনগণ বাহিরে আশায় হিমশিম খেতে হয় প্রশাসনকে।