লকডাউন না মানায় রাজশাহীর বাঘায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
- প্রকাশিত সময় ০৩:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / 45
বাঘা(রাজশাহী)প্রতিনিধি: সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সারাদেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে। তার পরেও অনেকে ব্যবসায়ী এই নির্দেশ মানছেন না।
এ কারনে শুক্রবার ২ জুলাই বাঘা উপজেলার বাঘা বাজার, চন্ডিপুর বাজার, পারসাওতা ও মীরগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীকে ১৩ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসকার আব্দুল আজিজ ও পুলিশ, আনছার সদস্যসহ।
বাঘা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যবসায়ীদের দোকান খোলা দেখে তিনি তাদের সাথে কথা বলেন এবং ৪ জন ব্যবসায়ীকে ১৩ হাজার ৩শত টাকা জরিমানা করেন।