সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৬:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / 146
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো যথাক্রমে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন হাওড়া এলাকার রিয়াজ আলী সরকার এর ছেলে মোঃ তৈয়ব আলী(৪৭) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার মোঃ আবু বক্কার সরকার এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(২৬)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ৪ জুলাই বিকাল ৫ টার দিকে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাওড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় ফুডভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পূর্ব উত্তর কোনায় শিশু পার্কের ভিতর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অপর ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪ শত টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানায়, তারা উভয়ই দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ মাদক ব্যবসায়ী তৈয়ব আলীকে উল্লাপাড়া থানায় ও মাদক ব্যবসায়ী জাহিদকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।