পাবনায় করোনার নতুন রেকর্ড ২৪ ঘন্টায় ২৯১ জন করোনা আক্রান্ত ।
- প্রকাশিত সময় ১২:৪০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / 98
শতঃকণ্ঠ ডেস্কঃ দিন দিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা । আজ পাবনায় করোনার নতুন রেকর্ড ২৪ ঘন্টায় ২৯১ জন করোনা আক্রান্ত। এমনকি শহর অঞ্চলের থেকে এখন গ্রামাঞ্চলে করনা রোগীর সংখ্যা বেশি।
এদিকে দেশেও আজকে অতীতের সব রেকর্ড ভেজ্ঞে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১,১৬২ জন। এবং মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২০১ জন।
ওদিকে লাডাউনের সময় আরো সাত দিন বারিয়েছে সরকার। প্রশাসন যতোই কঠোর হচ্ছে, জনগণ ততটাই বিধিনিষেধের মানতে নারাজ। অনেক ব্যবসায়ি দোকান খোলা থাকলেও পুলিশকে দেখে দোকান বন্ধ করে দিচ্ছে, আবার পুলিশ চলে যাওয়ার পরে দোকান আবার খুলে দিচ্ছে । এমনি যদি চলতে থাকে তাহলে করোনা পরিস্থিতি আদৌ কি ঠিক হবে ?
জনগণ যদি এমন বেপরোয়া হতে থাকে তাহলে আমাদের করোনা পরিস্থিতি ঠিক হতে কতদিন সময় লাগবে সেটার কোনো ঠিক নেই, বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসন পুলিশ – বিডিআর বারবার বলছে যে, যতক্ষণ না জনগণ নিজের থেকে বুঝে এবং ঘরের ভেতরে থাকবে ততক্ষণ তাদেরকে বোঝানো যাবে না করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবেনা তাই সকলের উচিত ঘরে থাকা এবং সরকারের দেওয়া বিধিনিশেধ গুলো মেনে চলা।