এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ও বাঁধন
- প্রকাশিত সময় ০৩:১৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / 145
শতঃকণ্ঠ ডেস্কঃ এই প্রথম বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আসর কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লো বাংলাদেশ। ফ্রান্সের কান শএক৭৪তম আসরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
বাংলাদেশ সময় বুধবার বেলা শোয়া তিনটায় কানের পালে দে ফেস্টিভাল ভবনের ডেবুসি থিয়েটারে প্রদর্শিত হয় সিনেমাটি। প্রদর্শনির পর দর্শকদের ভালোবাসায় সিক্ত হন বাঁধন এবং সিনেমা সংশ্লিষ্টরা।
করতালিতে মুখরিত হয়েছে পুরো হল , হল ভর্তি সব দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানিয়েছেন ছবির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের। এতটা ভালোবাসা ও উৎসহ পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাঁধন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পাশেই ছিলেন । ছিল অন্য কলাকুশলীরা।
‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। কান চলচ্চিত্র উৎসবে আঁ সাত্রে রিগা বিভাগে বিশ্বের নানা দেশের ২০টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে ‘রেহানা মরিয়ম নূর’