ভারত থেকে মাদার তেরেসা স্বর্ণ পদক পেলেন কবি, গল্পকার ও গীতিকার কবীর হৃদয়
- প্রকাশিত সময় ০৮:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
- / 132
পাবনা সংবাদদাতাঃ ভারতের মহাবঙ্গ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও জাতীয় শিক্ষক দিবস উদযাপন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
রবীন্দ্রসদন বাংলা আকাদেমী চত্ত্বর অবনীন্দ্র সভাগৃহে গত ৫ সেপ্টেম্বর উক্ত অনুষ্ঠান পাবনা জেলার কৃতিমান লেখক, সংগঠক, কবি, গল্পকার, গীতিকারও উত্তরণ সাহিত্য সরের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয় কে তার সাহিত্য চর্চায় বিশেষ অবদানকে মূল্যায়ন করে সাহিত্য মাদার তেরেসা স্বর্ণপদক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্বে মহাবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি তপন সাহার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, ড. শ্যামল গোস্বামী, অধ্যাপক ড. নির্মল কুমার বর্মন, কবি পরান মাঝি, সমাজসেবক অরিন্দম ভট্টাচার্য, অধ্যাপক ড. পুলকেশ মন্ডল, শিক্ষিকা ড. তৃপ্তি কুন্ডু রায়, মাহবুব আলম মল্লিক (ঢাকা), মোহাম্মদ সেলিম রাজশাহী), কবি ও গল্পকার আলমগীর কবীর হৃদয় (পাবনা), সাংবাদিক সঞ্জয় মুখার্জি, কবি আশিষ কুমার ঘোষ, কবি সন্তোষ খাঁ, শিক্ষক ও কবি মৌটুসী রায়, সংগীত শিল্পী শ্রীময়ী পৌলমী, কাজল মজুমদার, অনিন্দিতা পাল, সোমা মূখার্জি, সঞ্চালিকা পত্রালী গুহ, নাট্য অভিনেতা মধুমালা নাথ, কবি চারু প্রমূখ।
উল্লেখ্য পাবনা’র কবি, গল্পকার ও গীতিকার আলমগীর কবীর হৃদয় তিনি উত্তর সাহিত্য আসর পাবনা’র প্রতিষ্ঠাতা সভাপতি ইতিমধ্যে উত্তরণ তার হাত ধরে দেশের বিভিন্ন জেলাতে ১৬ টি শাখা স্থাপন করেছে এবং ভারতের পূর্ব মেদেনীপুরে একটি শাখা’র মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ তথা পাবনা’র সাহিত্য চর্চার দিক উন্মোচন করেছেন।
এছাড়াও তার একক কাব্যগ্রন্থ ৬টি প্রকাশ পেয়েছে। তার লেখা ও সুরে একটি গানের সিডি “ফিরে দেখা” প্রকাশ পেয়েছে।
তার লেখা ও আবৃত্তিতে একটি কবিতা আবৃত্তির সিডি তুমিহীন প্রকাশ পেয়েছে। তার গানের মিউজিক ভিডিওতে মডেল হিসাবে অভিনয় করেও বেশ সুনাম কুড়িয়েছেন ইউটিউব চ্যানেলে।
সে বর্তমানে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা’র যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। উত্তরণ প্রকাশনীর প্রকাশক হিসাবে নিয়মিত ঢাকা ও পাবনাসহ মৌলিক গ্রন্থ প্রকাশ করে যাচ্ছেন।
মাদার তেরেসা স্বর্ণ পদক প্রাপ্তিতে উত্তরণ সাহিত্য আসরের সকল শাখাসহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্য কবি আলমগীর কবীর হৃদয় কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।