সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবাদ সম্মেলন
- প্রকাশিত সময় ০৮:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
- / 114
পাবনা (সাঁথিয়া) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় নাগডেমড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কলেজ পড়ুয়া মেয়ে মুক্তি খাতুন হত্যা মামলায় গ্রেফতারকৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সোনাই ও আব্দুল হামিদ কে জামিনে মুক্তির দাবী এবং মুক্তি হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক কমান্ডার আব্দুল লতিফ লিখিত বক্তব্যে বলেন, মুক্তি হত্যা মামলায় গ্রেফতারকৃত দুইজন মুক্তিযোদ্ধা বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যালে প্রিজনে চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে জামিনে মুক্তি এবং নিরপেক্ষ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মুক্তি হত্যার সাথে জড়িতদেরকে দৃষ্টান্তমুলক শাস্তীর দাবী জানান।
এ সময় সাবেক কমান্ডার গোলাম মোরশেদ, জহুরুল হক মাষ্টার, আখতারুজ্জামন মঞ্জিল, সাবেক ডেপুটি কমান্ডার জামাল উদ্দিন, সহঃ কমান্ডার আবু হানিফ, কাজী নুরুল হক, সাবেক সদস্য আব্দুস সামাদ প্রামাণিক, আবু সামা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গত ১৯ আগষ্ট উপজেলার নাগডেমরা গ্রামের মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কলেজ পড়ুয়া মেয়ে মুক্তি খাতুন (২২) প্রতিপক্ষের হামলায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ আগষ্ট মারা যায়।