পাবনার ভাঙ্গুড়ায় করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ
- প্রকাশিত সময় ০৮:০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / 118
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ “মানব সেবার জন্যই আমরা আছি’- মেয়র রাসেলবনার ভাঙ্গুড়া পৌরসভার আয়োজনে করোন রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও ব্যবহার বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল বৃহঃবার পৌরসভারনমিলনায়তনে সকাল ১১ ঘটিকায় মেয়র গোলাম হাসনাইন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তিনি তার বক্তব্যে বলেন, কল্যাণের কাজ করতে,মানব সেবার জন্যই আমরা সদা প্রস্তুত আছি। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্ট ব্যক্তিদের বিনা মূল্যে ভাঙ্গুড়া পৌরসভার পক্ষ থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করোনা আক্রান্ত শ্বাসকষ্ট জনিত রোগীদের অক্সিজেন সিলিন্ডার
পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, করোনা কালীন বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছে। এ সময় মেয়র আরও জানান, বেসরকারি ক্লিনিক ভাঙ্গুড়া হেলথ কেয়ার ২০টি ও নিরাপদ হাসপাতাল ১০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়ত করতে রাজি হয়েছেন।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ২৪টি অক্সিজেন সিলিন্ডার। সবমিলে এ উপজেলায় ৮৪টি সিলিন্ডার মজুদ আছে। এই সেবায় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউএনও , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ,
ভাঙ্গুড়া থানার ওসিসহ সকলের সমন্বয়ে ডাক্তারের পরামর্শে যে রোগির অক্সিজেন প্রয়োজন হবে অতি জলদি সেখানে পৌরসভার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেওয়া হবে।
এ সেবায় পৌরসভায় একটি হট লাইন চালু করার সিধান্ত হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোসাঃ হালিমা খানম. ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান,
প্যানেল মেয়র মোঃ বরাত আলী,কাউন্সিলর বৃন্দ সচিব উত্তম শাহা ও গণমাধ্যম কর্মীবৃন্দ । ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন বিরতণ করেন।